চান্দিনায় করোনা থেকে রক্ষা পেতে মন্দিরে প্রার্থনা; ত্রাণ বিতরণ

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা।।
চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষায় কুমিল্লার চান্দিনায় মন্দিরে প্রার্থনা করেন ভক্তবৃন্দ। পরে ওই মন্দিরের ইউনিক সেবা সংঘের পক্ষ থেকে স্বল্প আয়ে জীবিকা নির্বাহ করা ভক্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহিচাইল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে প্রার্থনা শেষে প্রায় শতাধিক ভক্তের মাঝে চাল, ডাল, তৈল ও আলু সহ প্রায় ২০ কেজি প্যাকেজের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মহিচাইল রক্ষাকালী মন্দিরের ইউনিক সেবা সংঘের মূখ্য উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ইউনিক সেবা সংঘের সভাপতি পরিমল দত্তের উদ্যোগে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী, হারাধন চন্দ্র দাস মেম্বার, উপদেষ্টা প্রবোধ পাল, নিবাস পাল সহ ইউনিট সেবা সংঘের সদস্য ও মন্দিরের ভক্তবৃন্দ।