চান্দিনায় ব্যাংক ম্যানেজার ও ডাক্তারসহ ১৩ জনের করোনা শনাক্ত

মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা।।
কুমিল্লার চান্দিনায় অগ্রণী ব্যাংক চান্দিনা শাখার ম্যানেজার ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ুর্বেদিক ডাক্তারসহ ১৩ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। বুধবার আইইডিসিআর থেকে ওই ১৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।
এনিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ শত ৯৮ জন। এ উপজেলায় আক্রান্তদের মধ্যে বুধবার পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ্য হয়েছেন ১ শত ৪৮ জন।
বুধবার মোট ১৩ জনের করোনা পজিটিভ হয়। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ২ জন, অগ্রণী ব্যাংক চান্দিনা শাখার ম্যানেজার, মহিচাইল কৃষি ব্যাংকে ৩জন, মধ্যমতলায় ১জন, কেগলায় ৩জন, হারংয়ে ১জন, বরকইটে ১জন, থানা রোডে ১জন নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার উল্যাহ্ এ উপজেলায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।