চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী করোনা আক্রান্ত; জরুরী বিভাগ বন্ধ ঘোষণা

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা।।
কুমিল্লার চান্দিনায় এবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের একজন পুরুষ এমএলএসএস (৫৩)। সোমবার আইইডিসিআর থেকে ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ফলাফল পাওয়ার পর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ বন্ধ করে দেওয়া হয়। তবে হাসপাতালের আন্তবিভাগ ও বর্হিবিভাগ চালু রাখা হয়েছে।
এনিয়ে চান্দিনা উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো ১২ জন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। অপর ৪ জন সুস্থ্য হয়ে করোনা নেগেটিভ হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ জীবানু মুক্ত করার জন্য ২৪ ঘন্টা বন্ধ থাকবে। তিনি আরও জানান, আন্তবিভাগ ও বর্হিবিভাগে সেবা নিতে পারবেন রোগীরা।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)