ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৬ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এ সময় নতুন করে ৫৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২২৬ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৪ হাজার ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৬৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৫৫২ জন, আর বাকি ১ হাজার ২১২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।