দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি সদর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদ ও দোয়া মাহফিল ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিন সকালে তিনি মিন্নতনগরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেন, পরবর্তীতে বারোপাড়া ইউনিয়নে জানাযায় অংশ নেন। শাসনগাছা মাহাজন বাড়ির জামে মসজিদে জুমার নামাজ পড়ে সাসাজিক অনুষ্ঠানে অংশ নেন। বাদ।আসর নগরীর ২৫ নং ওয়ার্ডের তারাপাইয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাদ মাগরিব ১৭ নং ওয়ার্ডের সুজানগর বকসী হুজুরের মসজিদে, বাদ এশা ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম মাসুকের বাড়িতে, রাত ৯ টায় বিজয়পুর ইউনিয়নের কিসমত গ্রামে তাজুল ইসলামের বাড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।

২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার নুরে আলম ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এক-এগারোর সময় আপনারা তা দেখেছেন, আজ আবারও সেই বাস্তবতা প্রত্যক্ষ করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না।

তিনি আরও বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবারও নির্বাচনমুখী করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয়, আমি কুমিল্লা মহানগরকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো। কুমিল্লা মহানগরকে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে লালমাই, পূর্বে সীমান্ত ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হবে।
আমার জীবনে আর কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। জীবনের বাকি সময়টা কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি জানান, ঢাকা–কুমিল্লা সরাসরি রেললাইন প্রকল্প ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক গৃহীত হয়েছে। পাশাপাশি কুমিল্লায় বিমানবন্দর ও বিভাগ বাস্তবায়নের কার্যক্রমও শুরু হয়েছে, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।