পারভেজ সরকার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর উত্তর পাড়ায় কৃষি জমিতে স্থাপিত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের মেঘনা বাড়ির উত্তর পাশের কৃষি জমিতে খোরশেদ আলম ডিলার ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তির মালিকানাধীন ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে উর্বর ফসলি জমি নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েন। বারবার অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার অপসারণ করে এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযানের সময় ড্রেজার সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম বলেন,
“কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”