দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: দেবিদ্বারে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাযা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন দেবিদ্বারের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এছাড়াও দেবিদ্বার উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি স্মরণ করেন, প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া প্রথমবার দেবিদ্বারে সফর করেছিলেন এবং পরবর্তীতে মোট তিনবার এই এলাকায় এসেছিলেন।
তিনি আরও বলেন, দেবিদ্বারের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার বিশেষ ভালোবাসা ছিল। তিনি সবার কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান এবং তার জীবদ্দশায় দেবিদ্বারে আসার সময় কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।
গায়েবানা জানাযা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।