সৈয়দ খলিলুর রহমান বাবুল,দেবিদ্বার ।।
দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে র্যালী সহ গণকবর, মুক্তিযুদ্ধ চত্বর ও বঙ্গন্ধু মোরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ।
অপরদিকে ‘ব্লাড ক্যাম্প দেবিদ্বার’ এর আয়োজনে দিনব্যাপী ‘ ব্লাড গ্রুপ নির্ণয়’ মহামারি করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট, মাস্ক এবং সেনিটাইজার বিতরণ করা হয়। এ উপলক্ষে ব্লাড গ্রুপ দেবিদ্বর এর আয়োজনে মুক্তিযুদ্ধ চত্বরে ৪ডিসেম্বর মুক্ত দিবস নিয়ে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে এবং সাংবাদিক সাইদুল ইসলাম সাহিদ’র সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ’র যুগ্ম- সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ উপজেলা আহবায়ক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা আ’লীগ’র উপদেষ্টা ও পৌর আ’লীগ সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান, বিশিষ্ট আ’লীগ নেতা ও সমাজ সেবক গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলফু ফকির, ব্লাড ক্যাম্প দেবিদ্বার’র উপদেষ্টা ডাঃ ফারুক মূন্সী, সফিউল আলম রাজীব, সভাপতি আল আমিন কিবরিয়া, সাধারন সম্পাদক আফসান রুবেল, সাংগঠনিক সম্পাদক রবিউল্লাহ, দপ্তর সম্পাদক ফাহিম রহমান, সদস্য জুনায়েদ সিদ্দিক, কাজী সবুর, কাজী শাকিব, কাজী সাগর মীর্জা প্রমূখ।
বিকেলে দেবিদ্বার নাগরিক টেলিকাষ্ট’এর পরিচালক সাঈদুজ্জামান প্রতিষ্ঠিত ‘চা কেন্দ্রে’ ‘ব্লাড ক্যাম্প দেবিদ্বার’ এর আয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয়’ মহামারি করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, মাস্ক এবং সেনিটাইজার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঈদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্রিম ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান কাউছার হায়দার, কুমিল্লার বাণী ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহাগ, ছাত্র নেতা শিহাব খান।