দেবিদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থা ও সমাজসেবার খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার।।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা ১৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু উন্নয়ন সংস্থা। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর উত্তর পাড়ায় বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্ধু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ২নং ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আহম্মদ, ব্যবসায়ী আবুল হোসেন, জালাল মুহুরি, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আনিছুর রহমান।
এদিকে দেবিদ্বার উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকেও কর্মহীন, হতদরিদ্র প্রতিবন্দী, নরসূন্দর, রিক্সা-ভ্যান শ্রমিক সহ ১৫ ইউনিয়নের একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সমাজ সেবা কার্যালয়ে ওই সামগ্রী বিতরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, সমাজ সেবা জেলা কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম সরকার প্রমূখ ব্যাক্তিবর্গ।