হাছিবুল ইসলাম সবুজ, কুবি।
‘তনু থেকে আছিয়া কুমিল্লা থেকে মাগুরা এর মাঝে নিরাপত্তা কোথায়’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাসি চাই’, ‘আসিফ নজরুল তুই আইন দে, নইলে গদি ছাইড়া দে’। সারাদেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সমাবেশ প্লে কার্ড হাতে নিয়ে এ স্লোগান দেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (৮ মার্চ) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এসময় তারা ‘২৪ এর বাংলায় ধর্ষকের ঠাই নাই’,‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’ বলে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন-
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা, প্রভাষক গোলাম মাহমুদ পাভেল, প্রভাষক মতিউর রহমান, প্রভাষক, মশিউর রহমান, প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘ ধর্ষণ ই হচ্ছে একমাত্র অপরাধ যেখানে ভিক্টিমকে অভিযোগ দেওয়া হয়। আমি একজন বাবা হিসেবে আমার মেয়েকে নিয়ে শংকা বোধ করছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যেনো অপরাধীদেরকে দ্রুত বিচারের আওয়াত আনা হয়’।
সহকারী প্রক্টর নাহিদা নাহিদ বলেন, ‘আমরা সবাই এখানে ধর্ষণের প্রতিবাদে দাঁড়িয়েছি। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ কোনোভাবেই কাম্য নয়। আমরা এর দ্রুত বিচারের দাবি জানাচ্ছি’।
ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘ নিজের সম্ভ্রম রক্ষা করতে ধর্ষককে প্রতিহত করতে গিয়ে যদি কেউ মারা যান তাহলে সম্মানীয়। সারাদেশের সকল মা-বোনদেরকে বলবো নিজেকে ধর্ষকের হাত থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ধর্ষকদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে’।
রসায়ন বিভাগের শিক্ষার্থী জুলফা বলেন, ‘একজন নারীর জন্মের পর থেকে সে বিভিন্নভাবে হ্যারেসমেন্টের শিকার হয়। সারাদেশে এখন ধর্ষণের হার বেড়েই চলেছে। আজকে যদি আমরা আছিয়া’র জন্য ঐঐক্যবদ্ধভাবে কথা না বলি তাহলে হয়তো কালকে আপনার আমার সাথেও এরকম ঘটবে। তখন একা একা চিৎকার করেও কোনো লাভ হবে না। খুব দ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে, যাতে আর কেউ কখনো এধরণের জঘন্য কাজ করার সাহস না করে’।
উল্লেখ্য, গত বৃহঃপতিবার (৬ মার্চ) মাগুরা জেলার ৮ বছরের শিশু আছিয়াকে তার বোনের শশুর হিটু ধর্ষণ করে।