বুড়িচং উন্নয়ন ফোরামের উপদেষ্টা পরিষদ গঠন

“গুনগত পরিবর্তন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই ¯শ্লোগান কে প্রতিপাদ্য করে ‘বুড়িচং উন্নয়ন ফোরাম’ এর কমিটি ঘোষণা করার পর ২৮.০২.২০২৫ ইং তারিখ উন্নয়ন ফোরামের প্রথম ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বুড়িচং উন্নয়ন ফোরামের ১২ দফা বাস্তবায়নে বুড়িচং এর কৃতি সন্তান যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হচ্ছেন—–

ড. মোহাম্মদ সোলায়মান, ট্রেজারার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ জামসেদ আলম, অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিদ্যালয়, ঢাকা, এডভোকেট আ. জ. ম মোর্শেদ আল মামুন লিটন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা, অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, অধ্যক্ষ, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, কুমিল্লা, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোন্তাকিম, ডিজিএম (অব.), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট, অধ্যাপক মোঃ ছাদেকুর রহমান, প্রোপাইটর, এস আর এন্টারপ্রাইজ, ঢাকা, এডভোকেট মোঃ ফরহাদ আলম, আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা, মোঃ মাসুদুর রহমান, পরিচালক, ফুলারিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা, ডাক্তার মোঃ মোজাম্মেল হক, কনসালট্যান্ট, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মোঃ আরিফুর রহমান, চেয়ারম্যান, রশিদ-রফিয়া ফাউন্ডেশন, ডাঃ মোঃ মেহেদী হাসান, কনসালট্যান্ট, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা, জসিম উদ্দিন তানিম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মোঃ নাজমুল হাসান জাবির, ব্যাবস্থাপনা পরিচালক, গ্লোরিয়াস প্রপার্টিজ লিমিটেড, ঢাকা। উল্লেখ্য বিগত ৩০/০১/২০২৫ ইং তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুড়িচং স্টুডেন্স’স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তারবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা ইয়ং ল’ইয়ার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি, কুমিল্লা যুব আইনজীবী ফোরামের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট এর কার্যকরী কমিটির সদস্য এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম কে সভাপতি, সুর্প্রীম কোর্টের তরুন আইনজীবী এডভোকেট মোঃ সামসুদ্দিন রনি কে সিনিয়র সহ-সভাপতি, উষা এর সাবেক সাধারন সম্পাদক ও মাইলষ্টোন কলেজের প্রভাষক মোঃ তারিক ইমাম কে সাধারন সম্পাদক, এবং বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রভাষক মু. বশীর আল হেলাল কে সাংগঠনিক সম্পাদক করে ‘বুড়িচং উন্নয়ন ফোরাম’ এর কমিটি ঘোষণা করা হয়।

‘বুড়িচং উন্নয়ন ফোরাম’ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও অংশীজনদের মিলিত প্রয়াসে যে ১২ দফা বাস্তবায়নের মাধ্যমে বুড়িচং উপজেলার উন্নয়ন করতে চায় সেগুলো হলো ঃ

১। বুড়িচং পৌরসভা স্থাপন নিশ্চিত করা ও বুড়িচং উপজেলায় গ্যাসের সংযোগ প্রদানে দাবিতে সামাজিক আন্দোলন তৈরী।

২। বুড়িচং উপজেলার প্রধান প্রধান বাজার গুলোর যানজট নিরসনে প্রশস্ত সংযোগ সড়ক স্থাপন ও উপজেলা ব্যাপী প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা।

৩। গোমতী নদীকে কেন্দ্র করে বৃহদাকার কৃষি পন্যের বাজার তৈরী ও পর্যাপ্ত কোল্ড ষ্টোরেজ (সবজির সহ) স্থাপন।

৪। একটি কারিগরি বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট স্থাপন। মাদ্রাসা শিক্ষক, ইমাম, হাফেজ এবং মন্দিরের পুরোহিতদের মানসম্মত বেতন ভাতা নিশ্চিত করা।

৫। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর গভর্ণিং বডিতে সবচেয়ে গ্রহণযোগ্য, সর্বোচ্চ শিক্ষিত, শিক্ষানরাগী ও সৎ মানুষদেরকে প্রতিনিধি করে নিয়ে আসা।

৬। ‘ইসলামিক রিসার্চ সেন্টার’ স্থাপন।

৭। উপজেলা সদরের হাসপাতালের শয্যা সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি করে ১০০ শয্যা বিশিষ্ট করা। প্রায় প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিক গুলোতে SACMO (Sub Assistant

Community Medical Officer) নিয়োগ নিশ্চিত করা।

৮। বুড়িচং উপজেলা সদরে মিনি স্টেডিয়াম স্থাপন এবং প্রত্যেকটা ইউনিয়নে ১ টা করে কেন্দ্রীয়ভাবে খেলার মাঠ তৈরী।

৯। মাদক, যৌতুক ও ডিজিটাল অপরাধের বিরুদ্ধে কার্যকর সচেতনতা ও পদক্ষেপ গ্রহন নিশ্চিত করা।

১০। রেমিটেন্স প্রবাহ অধিক পরিমাণে বৃদ্ধির জন্য বিভিন্ন ভাষা শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের ব্যবস্থা করা।

১১। কোন ধরনের রাজনৈতিক বিভাজনের মধ্যে না গিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যাণ্য সরকারী সামাজিক ভাতাগুলো যেনো প্রকৃত মানুষগুলো পায় , সে বিষয়টি নিশ্চিত করা।

১২। গরীব ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করা।