কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে পেয়ারা বেগম নামে ৬৩ বছরের এক নারী গত ১০ দিন যাবত নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ পেয়ারা বেগমের পুত্রবধূ হালিমা আক্তার বাদী হয়ে বুড়িচং থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ডায়েরির সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের মৃত আসমত আলীর কন্যা পেয়ারা বেগম গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ শ্যামপুর মোল্লাবাড়ি রাস্তার মোড়ে থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনসহ এলাকায় খোঁজ করে। এতেও কোন সন্ধান না পেয়ে গত এক মার্চ বুড়িচং থানা একটি সাধারণ নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
যদি কোন সহৃদয় ব্যক্তি পেয়ারা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্মুক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
মোবাইল- 01731-651540