নগরীতে প্রথম ব্যাংকারের মৃত্যু,জেলায় নতুন আক্রান্ত ২৫

স্টাফ রিপোর্টার।।
করোনা ভাইরাসে কুমিল্লা নগরীতে প্রথমবারের মত একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে। নতুন মারা যাওয়া ব্যক্তি নগরীর মৌলভীপাড়া এলাকার সোনালী ব্যাংকের কর্মকর্তা । তিনি ঢাকায় একটি শাখার ব্যবস্থাপক ছিলেন। কুমিল্লা জেলায় নতুন করে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়িয়ে দাঁড়ালো ৩০৭ জনে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আক্রান্ত ২৫ জনের মধ্যে রয়েছে আদর্শ সদরের দুইজন, চান্দিনায় উপজেলায় দুইজন,দাউদকান্দিতে তিনজন, সদর দক্ষিণে একজন,লাকসামে সাতজন,নাঙ্গলকোটে চারজন,বুড়িচংয়ে একজন এবং সিটি কর্পোরেশনে পাঁচজন। আজকে চারজনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৫৩ জন। এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট পাঁচ হাজার ২১০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ৮৮২ জনের।