স্টাফ রিপোর্টার।।
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ সোমবার কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯জন। এর মধ্যে কুমিল্লা মহানগরীতেই রয়েছে ১২জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২০ জনে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লার ফোকাল পার্সন ডা.মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার কুমিল্লা নগরীতে ১২,নাঙ্গলকোটে পাঁচজন,চৌদ্দগ্রামে ১৩জন,আদর্শ সদরে পাঁচজন,বুড়িচংয়ে নয়জন, মুরাদনগরে তিনজন, মেঘনা ও ব্রাহ্মণপাড়ায় একজন করে আক্রান্ত হন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত নয় হাজার ৫৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে আট হাজার ৫৯৯ জনের। সোমবার আদর্শ সদরে তিনজন ও মেঘনা উপজেলায় একজনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৪২ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ জনের।