স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রফেসরসহ জেলার সাতজন চিকিৎসক নিয়ে করোনায় কুমিল্লায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়াল রেকর্ড ১০৩ জনে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯৭৪ জন। রোববার কুমিল্লা নগরীতেই আক্রান্ত হয়েছে ৩৬ জন। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার কুমিল্লা নগরীতে ৩৬জন,দেবিদ্বারে ২১জন,লাকসামে ১৬জন,নাঙ্গলকোটে নয়জন,চৌদ্দগ্রামে ছয়জন,মনোহরগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ চারজন,বরুড়ায় চারজন,হোমনায় তিনজন,আদর্শ সদরে দুইজন,বুড়িচং ও মেঘনা উপজেলায় একজন করে আক্রান্ত হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট নয় হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আট হাজার ২৯৫ জনের রিপোর্ট আসে। রোববার কুমিল্লা নগরীর চারজন এবং দেবিদ্বারে ২০জনসহ ২৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৩৮ জনে। একই দিন কুমিল্লা নগরী ও লালমাইয়ে দুইজন মারা যান। এই নিয়ে জেলায় মোট মারা গেছে ২৮ জন।