কুমিল্লা বোর্ডের শীর্ষে ফেনী শেষে নোয়াখালী

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা শিক্ষা বোর্ডে জেলাওয়ারী ফলাফলের শীর্ষে ফেনী ৮৮.১৫ ভাগ,সবার শেষে নোয়াখালী ৮১.৫৯ ভাগ। এছাড়া লক্ষীপুর ৮৫.৩৪ ভাগ, চাঁদপুর ৮৭.৫৩ ভাগ, কুমিল্লা ৮৪.৮৮ ভাগ, ব্রাহ্মণবাড়িয়া ৮৫.৭৯ ভাগ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো. আসাদুজ্জামান। এবার শতভাগ পাশ করেছে ১৬২টি প্রতিষ্ঠান। শতভাগ ফেল প্রতিষ্ঠান নেই। কুমিল্লা,চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর নিয়ে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে এবার পরীক্ষায় অংশ গ্রহণ করে এক হাজার ৭৩২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।