নজরুল জন্মজয়ন্তী আজ, জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে কুমিল্লায়

ডেস্ক রির্পোট।।
বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী আজ ২৫ মে। এ বছর জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান হবে নজরুল স্মৃতিবিজড়িত কুমিল্লায়। কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও কবিপৌত্রী খিলখিল কাজী। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্মারক বক্তা থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। ধন্যবাদ জ্ঞাপন করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় নৃত্যনাট্যসহ ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব থাকবে। নজরুল গবেষকদের মতে, কুমিল্লার সাথে নজরুলের একটি নিবিড় সম্পর্ক ছিলো। কাজী নজরুলের সাহিত্য সম্ভারের বেশ কয়েকটি উল্লেখযোগ্য কবিতা ও গান কুমিল্লায় রচিত। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানজানান, অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব বলে আশা করছি ।