মো. ওমর ফারুক, নাঙ্গলকোট:
নাঙ্গলকোট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহের ট্রেডার্স এন্ড জেবির বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজটি কিনে নেয় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম। তিনি অভিযোগের বিষয়ে বলেন, কাজটি যদি খারাপ হয় তাহলে আপনারা গণপূর্ত বিভাগে লিখিত অভিযোগ দেন। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাবেক উপজেলা মসজিদ ও মসজিদের পুকুরের স্থানে নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ। নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানটি মডেল মসজিদ নির্মাণের প্রথম থেকেই নি¤œমানের সামগ্রী দিয়ে আসছে। পাইলিং না করে কাদামাটিতে পুকুর ভরাট করে বেজমেন্টের ঢালাই দেয় হয়। নিম্নমানের মরা পাথরের সাথে মাটি মিশ্রিত করা হয়। ড্রেজারের বালু, মরিচা পড়া রড ব্যাবহারের ফলে লিন্টার লো নিচের দিকে হেলে পড়ে, সোজা লিন্টারগুলো বাঁকা হয়ে যায় । এ অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।নিম্নমানের সামগ্রী ব্যাবহারের ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে মসজিদটি হেলে পড়ার আশংকায় রয়েছে।
করোনার লকডাউনের সময় গণপূর্ত বিভাগের কোন তদারকি না থাকায় তড়িঘড়ি করে লিন্টারগুলো ঢালাই দেয়া হয়। অনেকস্থানে পুরাতন রড ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়া কেউ সাহস করে প্রতিবাদ করতে পারছে না। কাজের তদারকির দায়িত্বে রয়েছেন কোটবাড়ী গণপূর্ত উপ-বিভাগের প্রকৌশলী ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন,লকডাউনের সময় আমি না থাকায় কিছুটা অনিয়ম হয়েছে। কাজ বন্ধ করে দিয়েছি। পরে তারা আবার কাজ করেছে। অভিযুক্ত ঠিকাদার আবুল কাশেম বলেন,আমার কোন অনিয়ম হলে আপনারা গণপূর্ত বিভাগে অভিযোগ করেন। সোমবার (২২ জুন) নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন,আমি গণপূর্তের প্রকৌশলীকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করবো।