চারদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন কুমিল্লায় অগ্নিদগ্ধ কলেজ শিক্ষিকা তাহমিনা আক্তার মুনা।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মানলেন মুনা। আহতাবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী কুমিল্লার আবৃত্তিশিল্পী সুমন সালাউদ্দিন। নিহত তাহমিনা আক্তার মুনা কুমিল্লা মডেল কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গভীর সমবেদনা জ্ঞাপন করছে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা।
জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের বাসিন্দা জেলার সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট্য আবৃত্তিশিল্পী সুমন সালাউদ্দিন পরিবার নিয়ে কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার ভাড়ায় বসবাস করতেন। বুধবার (৩১ আগস্ট) রাতে বাসার রান্না ঘরে অসাবধানতা বসত অগ্নিদগ্ধ হয় মুনা। স্ত্রীর চিৎকারে ছুটে যান স্বামী। স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুই হাত পুড়ে যায় সুমনের।
আহতাবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় সে মৃত্যু বরণ করে। মুনা আড়াই বছরের এক কন্যা সন্তানের জননী।
নিহত মুনা ২০০৭-৮ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার ২ বছর ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।