নিখোঁজের চারদিন পর প্রাক্তন স্বামীর বাড়িতে পাওয়া গেল ঝুলন্ত লাশ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
ব্রা‏হ্মণপাড়ায় নিখোঁজের চারদিন পর শনিবার সকালে গৃহবধূ শারমিন আক্তারের (২০) লাশ পাওয়া গেছে। বোরকা পরা অবস্থায় প্রাক্তন স্বামীর বাড়ির একটি গাছের নিচে তার লাশটি পাওয়া যায়। নিহতের পরিবার দাবি করছে, প্রাক্তন স্বামী সোয়েম ভূঁইয়া তাকে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি হত্যা না আত্মহত্যা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রা‏হ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের আবদুল মান্নান সরকারের মেয়ে শারমিন আক্তারের (২০) সাথে দুই বছর আগে পাশের বাড়ির নজরুল ইসলামের ছেলে সোয়েম ভূঁইয়ার (৩০) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহবিবাদ লেগে থাকত। এক বছর আগে সামাজিকভাবে শারমিন ও সোয়েম ভূঁইয়ার বিবাহ বিচ্ছেদ হয়। গত চারদিন ধরে শারমিন আক্তার তার বাবার বাড়ি থেকে নিখোঁজ ছিল। অপরদিকে গত দুইদিন ধরে সোয়েম ভূঁইয়াও নিখোঁজ। শুক্রবার রাতে স্থানীয় লোকজন সোয়েম ভূঁইয়াকে মোটর সাইকেল দিয়ে বোরকা পরা একটি মেয়েকে নিয়ে ঘুরতে দেখেছেন। শনিবার সকালে সোয়েম ভূঁইয়ার বাড়ির সামনের একটি কাঁঠাল গাছের নিচে শারমিন আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এ সময় গাছের ওপরে একটি ওড়নাও বাঁধা ছিল। খবর পেয়ে ব্রা‏হ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম, ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ, তদন্ত পরিদর্শক মো. জাকির হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে শারমিন আক্তারের লাশ পড়ে থাকতে দেখে সোয়েম ভূঁইয়াসহ তাদের বাড়ির লোকজন পালিয়ে গেছে। বাড়িতে কেউ নেই। শুধুমাত্র সোয়েম ভূঁইয়ার ৮৫ বছর বসয়ী বৃদ্ধা মা বাড়িতে রয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। সোয়েম ভূঁইয়ার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিহত শারমিন আক্তারের বাবা আবদুল মান্নান সরকার বলেন, তার মেয়ে বাড়িতেই ছিল। চারদিন ধরে তাকে খুঁেজ পাওয়া যাচ্ছে না। মেয়ের প্রাক্তন স্বামী সোয়েম ভূঁইয়াও দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি দাবি করেছেন, সোয়েম ভূঁইয়াই প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তার মেয়েকে খুন করে ফাঁিসর নাটক সাজিয়েছে। ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।