পর্যাপ্ত সংস্কারের আগে ভিনদেশী প্রেসক্রিপশনে নির্বাচনের নামে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জুলাই যোদ্ধারা জনগণকে সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করবে।
রোববার (১৩ এপ্রিল) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক ও এনসিপি নেতা আবু রায়হান এসব কথা বলেন।
জুলাই আন্দোলনে আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য ডা. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আবু রায়হান বলেন, ২৪ এর স্বাধীনতা যোদ্ধা আপনারা, আপনারা রক্ত দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্বাধীন করে মানুষকে মুক্ত করে দিয়েছেন। এই স্বাধীনতা রক্ষার দায়িত্বও আপনাদের। অত্যন্ত দুঃখের বিষয় হলো একটা গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আপনারই এর জবাব দিবেন।
এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার রেজা আকবরসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত ১৮০ জন যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। এ কার্ডের মাধ্যমে দেশের সকল সরকারী হাসপাতালে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন তারা।