‘প্রেমু স্বপ্ন ছোঁয়া যুবসংঘ’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রেমু স্বপ্ন ছোঁয়া যুবসংঘ’ এর উদ্যোগে ১শ’ ২০ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার ‘প্রেমু আইডিয়াল একাডেমি’র মাঠ প্রাঙ্গনে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রেমু গ্রামের ইউপি সদস্য আমির হোসেন বলেন,”প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ‘প্রেমু স্বপ্ন ছোঁয়া যুব সংঘ ‘ ২০১৯ এর জানুয়ারি মাস থেকেই কাজ করে যাচ্ছে। দেশের এ ক্রান্তিলগ্নে সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা ইতোপূর্বে কেউ করে নি। আমি তাদের উদ্যোগকে স্বাগত জানাই।” অত্র গ্রামের সম্মানিত শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আ. রহমান। তিনি বলেন, দেশের তথা বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের অবস্থা শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কাজ না থাকার কারণে দু’বেলা দু’মুঠো খাবার খাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমাদের উচিত এ সংগঠনের মতো করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি এলাকার যুবকদের সামাজিক এসব কাজকর্মে গর্ববোধ করছি এবং ভবিষ্যতে তাদের সকল ভালো কাজের পাশে থাকার প্রতিশ্রæতি দিচ্ছি” এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন ‘প্রেমু স্বপ্ন ছোঁয়া যুব সংঘ’র প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. রিয়াজুল হক। তিনি বলেন,”জাতির এ ক্রান্তিলগ্নে তোমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি করছো, নিসন্দেহে এটা আমার জন্য আনন্দদায়ক। তোমাদের মতো যুবকরা যদি মানবতার ডাকে দেশের সেবায় এভাবে করে এগিয়ে আসে তাহলে প্রান্তিক পর্যায়ে দরিদ্রের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হতো। আমার পরামর্শ থাকবে, তোমরা পড়ালেখার পাশাপাশি নিজ এলাকার তথা দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। আল্লাহ চাহেতু, আমি সার্বিক ভাবে তোমাদের সাহায্য করে যাবো।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খোকন মিয়া, ডা. কামাল, মিজানুর রহমানসহ আরো অনেকে। উল্লেখ্য সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১শ’ ৫০ জন, তাদের একাংশের উপস্থিতি ও নিরলস প্রচেষ্টায় ‘ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি’ সুশৃঙ্খল ও সফল ভাবে সমাপ্ত হয়। আরো উপস্থিত ছিলেন সেলিম মিয়া, ইকবাল হোসেন, জয়নাল।