মাহফুজ নান্টু।।
করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশের ৫৬ সদস্য ঢাকায় গেলেন। আজ শনিবার বেলা সাড়ে দশটায় পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যরা ঢাকার উদ্দেশ্য কুমিল্লা ত্যাগ করেন।
পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম প্লাজমা দান করতে যাওয়া সদস্যদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
করোনা জয়ী পুলিশের প্লাজমায়, বাঁচুক অন্যর জীবন, মানবতায় দৃঢ় হোক পুলিশ- জনতার বন্ধন ‘। এমন প্রতিপাদ্যকে লালন করে জেলা পুলিশের ব্যবস্থাপনায় প্লাজমা দিতে যাওয়া ৫৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনস এ শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে প্লাজমা দান করতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে পুলিশ লাইনস মসজিদের খতিব সৈয়দ শরফুদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা পুলিশ নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। করোনা ক্রান্তিতে দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। জেলা পুলিশের তত্বাবধানে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেন। তাদের মধ্য ৮৩ জন সদস্যদের এন্টিবডি পজেটিভ হওয়ায় তারা ঢাকায় প্লাজমা দান করতে যান। আর এমন সব ইতিবাচক কাজে পুলিশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিঃসন্দেহে কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের। পুলিশ সুপার মোঃসৈয়দ নুরুল ইসলাম আরো বলেন, প্লাজমা দান করা পুলিশের সদস্যকে একটি সংবর্ধনা দেয়া হবে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্লাজমা দিতে ঢাকায় যাওয়া ৫৬ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যর রয়েছেন। যার মধ্য ২ পরিদর্শক, ১২ জন এসআই, ১৫ জন এএসআই ও ২৭ জন কন্সটেবল রয়েছেন।
শনিবার প্রথমধাপে ২৮ জন পুলিশ সদস্য ঢাকায় গেলেন। রবিবার সকালে দ্বিতীয় ধাপে বাকি ২৮ জন প্লাজমা দিতে ঢাকায় যাবেন।এর আগে এর আগে ৯ জুন কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন সদস্য ঢাকায় গিয়ে প্লাজমা দান করেন। সব মিলিয়ে প্লাজমা দান করলো ৮৩ জন পুলিশ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) আজিম উল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।