কুমিল্লার পেপার ডেস্ক
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে চলতি বছরে ‘অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড’কে বাংলাদেশের প্রধানতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগের বছরগুলোতে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, কর্মসংস্থানের মতো বিষয় বাংলাদেশের জন্য প্রধান ঝুঁকি হিসেবে স্থান পেত। এবার নির্বাচনের বছর প্রথমবারের মতো ‘অপরাধ’ সেই জায়গা নিল।
গতকাল বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) জেনেভা থেকে ‘গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬’ প্রকাশ করেছে। এতে বিশ্বের জন্য প্রধান ঝুঁকি হিসেবে উঠে এসেছে ভূ-অর্থনৈতিক বিরোধ। বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় প্রধান ঝুঁকি। গত কয়েক বছরে ভূ-অর্থনৈতিক বিরোধ বা সংঘাত বাংলাদেশের প্রথম পাঁচ ঝুঁকির তালিকায় ছিল না।
এবারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অন্য তিনটি ঝুঁকি হলো– মূল্যস্ফীতি, অর্থনৈতিক নিম্নগতি ও ঋণ। প্রতিবেদনে ঝুঁকির কারণ নিয়ে দেশভিত্তিক আলাদা ব্যাখ্যা দেওয়া হয়নি।
বার্ষিক সভা সামনে রেখে প্রতিবছর জানুয়ারিতে গ্লোবাল রিস্ক রিপোর্ট বা বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউইএফ। এতে জরিপের ভিত্তিতে সামগ্রিকভাবে বিশ্বের পাশাপাশি নিকট মেয়াদে দেশভিত্তিক ঝুঁকির তালিকা বিষয়গুলো তুলে ধরে সতর্ক করা হয়।
দেশভিত্তিক প্রধান ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ (ইওএস) চালায় ডব্লিউইএফ। এটি মূলত ধারণাভিত্তিক জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়, ‘আগামী দুই বছরে আপনার দেশের জন্য প্রধান পাঁচটি ঝুঁকি কী কী, যা দেশের জন্য বড় হুমকি?’ অংশগ্রহণকারীদের ৩৪টি ঝুঁকির তালিকা দেওয়া হয়। সেখান থেকে তারা পাঁচটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেন। ডব্লিউইএফ গত বছরের মার্চ থেকে জুন সময়কালে ‘জাতীয় ঝুঁকি ধারণা’ জরিপ করে। বিভিন্ন খাতের প্রধান নির্বাহীরা এতে অংশ নেন।
জরিপে চিহ্নিত বাংলাদেশের প্রধান পাঁচ ঝুঁকির বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী (অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত) বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বিস্তারিত না দেখে তাঁর পক্ষে মতামত দেওয়া কঠিন। তবে এটি ঠিক যে, বিশ্ব এখন নানাভাবে বিভক্ত। কোথায় কখন যুদ্ধ শুরু হবে, তা কেউ জানে না। সে বিবেচনায় ভূরাজনীতির ইস্যু বিশ্বের অন্যতম ঝুঁকি হিসেবে থাকবে– এটাই স্বাভাবিক।
বাংলাদেশে ‘অপরাধ’ প্রধান ঝুঁকি হিসেবে থাকায় প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী সন্তুষ্ট হতে পারেননি। তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। ছোট জায়গার মধ্যে অনেক মানুষ থাকে। এখানে যে অপরাধ হয় না, তা নয়; অপরাধ সব দেশেই হয়। যুক্তরাষ্ট্রেও জনসমাগমে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আন্তর্জাতিক পর্যায়ে উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে।
ইউএন-এসকাপের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. আনিসুজ্জামান চৌধুরী আরও বলেন, যারা গবেষণা বা জরিপ করছেন, তাদের দেখা উচিত সরকার কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে। বাংলাদেশে মূল্যস্ফীতি একটু বেশি; কিন্তু তা অসহনীয় নয়। এক বছর আগের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। ডলারের দরে স্থিতিশীলতা এসেছে। সরবরাহ চেইনে কিছু সমস্যা আছে। এগুলো কাটিয়ে উঠতে হবে।
বাংলাদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অংশীদার প্রতিষ্ঠান গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাংলাদেশে এবার ‘অপরাধ’ কেন এক নম্বর ঝুঁকি হিসেবে চিহ্নিত হলো– জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সমকালকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষত, ‘মব ভায়োলেন্স’-এর প্রচুর ঘটনার কারণে আগামীর ঝুঁকি হিসেবে মানুষের চিন্তায় এসেছে। এটি নির্বাচিত সরকারের জন্য একটি বড় বার্তা। ‘অপরাধ’-এর সঙ্গে ‘অবৈধ বা বেআইনি অর্থনৈতিক কার্যক্রম’ যুক্ত হওয়ার কারণ কী হতে পারে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, সামাজিক অপরাধ বেড়ে গেলে তার প্রভাব অর্থনৈতিক কার্যক্রমে পড়ে। সেই বিবেচনায় হয়তো জরিপে অংশগ্রহণকারীরা এটিকে বড় ঝুঁকি হিসেবে দেখেছেন।’
তথ্যসূত্র : সমকাল