বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গাজীপুর মডেল মসজিদ এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ডক্টর একেএম আজাদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) সাদ্দাম হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল হান্নান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন কামাল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বুড়িচং জোনাল অফিসের ডিজিএম মোঃ হাফিজুর রহমান সহ আরও অনেক।

অনুষ্ঠানে ৩’শর অধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবন, পেয়াজ বিতরণ করা হয়।