বার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মারুফ আহমেদ।।
কুমিল্লা কোটবাড়ি অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে “গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন কার্যক্রমে বার্ডের ও অন্যান্য প্রতিষ্ঠানের অভিজ্ঞতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বার্ডের লালমাই অডিটোরিয়াম এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মো: হারুন অর রশিদ মোল্লা। সেমিনার পেপার উপস্থাপন করেন বার্ডের পরিচালক নাছিমা আক্তার এবং সেমিনার পরিচালক কাজী সোনিয়া রহমান। বক্তব্য রাখেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, বার্ডের পরিচালক রঞ্জন কুমার গুহ, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো: মোকতার হোসেন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো: আতাউর রহমান জসীম, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান, বার্ডের যুগ্ম পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঞা, সহকারী পরিচালক রহমত উল্লাহ, অডাসি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক ফৌজিয়া ইয়াসমিন, সাংবাদিক শাহাজাদা এমরান, দাউদকান্দি রাবেয়া বৃদ্ধ নিবাসের পরিচালক মনসুর আল গনি, কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আকবরী খানম।
সেমিনারে বক্তারা গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন সম্পর্কে আলচনা করেন।