মশার উপদ্রব কমাতে ৫৯০০০ টাকা ব্যয়ে ফগার মেশিন ক্রয়

কুবি প্রতিনিধি।।
ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ক্রয় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে স্প্রে করার মধ্য দিয়ে এ মেশিনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সু্স্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নিজস্ব তহবিল থেকে এ ফগার মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ব্যয় হয়েছে ৫৯ হাজার ৫০০ টাকা।