কুমিল্লার পেপার ডেস্ক
জনপ্রিয় গায়ক আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি বয়ান দিয়েছেন যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী তাদের হত্যার পিছনে বিদেশীরা নয়, নিজ দেশের লোকই রয়েছে।
আসিফ আকবর আরও বলেন, দেশের ভিতরেই ছড়িয়ে থাকা বিদেশি এজেন্টরাই এই হত্যাকাণ্ডের মূল নেপথ্য কুশীলব। তিনি জানান, নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে থেকে কাজ করে। তাই বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময়ই নৃশংস থাকবে।
গায়ক এই দলগুলোর সংখ্যা কম হলেও তাদের পৃষ্ঠপোষক শক্তিশালী এবং কূটকৌশলে পারদর্শী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে থাকে, বাংলার শেষ নবাব সিরাজ উদ দৌলার ইতিহাসই এর উৎকৃষ্ট উদাহরণ।
আসিফ আকবরের জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ ইতিমধ্যেই বাংলা গানের ইতিহাসে অমর হয়ে গেছে। আসছে নতুন বছরের ৩০ জানুয়ারি তার এই গানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন হবে, যা দুই দশকেরও বেশি সময়ের পরেও শ্রোতাদের হৃদয়ে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছে।