মারুফ কল্প।।
কুমিল্লায় আগুনে পুড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার ভোর ৪ টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতির হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হোসেনপুর এলাকার আবদুল কাদেরের দোকান ঘরে ভোর রাতে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ইউনূসের বসত ঘরে।
ইউনুসের ছোট ভাই রুহুল আমিন জানান, ভোর রাতে হঠাৎ দেখি আমার ভাইয়ের ঘর আগুনে পুড়ে যাচ্ছে, চিৎকার করলে এলাকার সবাই এসে আগুন নিভানোর চেষ্টা চালায়, প্রবাসী ইউনুসের স্ত্রী ঘরে তালা রেখে সন্তাদের পড়ালেখার সুবিধার্থে কুমিল্লা শহরে ভাড়া বাড়িতে থাকার কারনে ঘরের মালামাল বের করার সম্ভব হয়নি। আগুন নিভাতে স্থানীয়দের দীর্ঘক্ষণ চেষ্টার পর, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় দোকান ঘর ও ৮ কক্ষ বিশিষ্ট পাকা ঘরের সকল মালামাল ও আসবাবপত্র। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।