বুড়িচংয়ে আস্থা সংগঠনের বার্ষিক পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. জাকির হোসেন।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপুরের অরাজনৈতিক সংগঠন আস্থার উদ্যোগে বার্ষিক পূর্ণ মিলনী ও আলোচনা সভা বৃহস্পতিবার রাতে শিকারপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী।
আস্থা সংগঠনের সভাপতি জগনাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাশেদুল হক সজিব এবং পরিচালনা করেন মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রমিজ উদ্দিন মুহুরী, স্পেন প্রবাসী কামরুল হাসান শিব্বির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহীন খন্দকার,
মোঃ আমির হোসেন,মোঃ জাকির হোসেন মেম্বার, আবু নাসির মেম্বার, মাওলানা মোঃ আবুল বাসার, রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোমতাকিন,মোঃ মাসুদ রানা, ডা.আলী আহমেদ, সমাজ সেবক আবাদ মিয়া, মোঃ শরিফুল ইসলাম খন্দকার, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল আহামেদ, সিন্ডিকেট মেম্বার মোঃ জাবেদ কাউসার সৈকত, মোঃ মহি উদ্দিন, আব্দুল মতিন, আপেল মাহমুদ, মোঃ হাসানুজ্জামান।, ফজলুল হক মুহুরি, প্রমূখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং এলাকার সকল শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ সংগঠনের সকল সদস্য ও এলাকা বাসীর সুস্বাস্থ্যের এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ মোঃ রুহুল আমিন।