স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার নির্বাচনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন ও উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান। তাঁরা বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যেতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমকে সফল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে তারা উপস্থিত নেতা-কর্মীদেরকে ধৈর্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও নির্বাচনী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।