ব্রাহ্মণপাড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

গাজী মো. রুবেল, ব্রাহ্মণপাড়া।।
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউনকে উপেক্ষা করে ব্যাবসা পরিচালনা করায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জারিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। রোববার দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সদরের বড়ধুশিয়া বাজারে খলিলুর রহমানের মালিকাধীন সাব্বির বেকারীকে ১হাজার টাকা, ধান্যদৌল বাজারের মোহন মিয়ার মালিকানাধীন ভেরাইটিজ দোকানকে ১ হাজার টাকা এবং চান্দলা বাজারে বাবুল মিয়ার মালিকানাধীন কাপড়ের দোকানকে ১০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদের নের্তৃত্বে পুলিশের একটি দল এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ রফিকুল ইসলামের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কার্যক্রম অব্যাহত থাকবে।