ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালুর দাবি সদর দক্ষিণ উপজেলাবাসীর

সদর দক্ষিণ প্রতিনিধি।।
করোনা ভাইরাসের প্রভাবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। ঋতু পরিবর্তনের কারণে এ উপজেলার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয়া সম্ভব হচ্ছে না। দেশের এ ক্রান্তিকালে সেনাবাহিনীর ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাধ্যমে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের দাবি জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলার মানুষ। এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী আবুল মমিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় কেউ আর এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় না। ঋতু পরিবর্তনের কারণে নারী-পুরুষ,শিশু,বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নিরুপায় হয়ে রোগ নিয়েই দিনাতিপাত করতে হচ্ছে তাদের। তাছাড়া যান চলাচল বন্ধ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররাও আগের তুলনায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন। তাই দেশের এ বিপদের মুহূর্তে ডাক্তারদের সমন্বয়ে উপজেলার মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা এখন সময়ের দাবি।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক,সিভিল সার্জন,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেেন উপজেলাবাসী।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে রোগীর সংখ্যা কিছুটা কম হলেও আন্তরিকতার সাথে সকল সেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাঃ আশরাফুর রহমান।