মারুফ কল্প।।
কুমিল্লায় মালবাহী ট্রাক থেকে উদ্ধার হল আড়াই মণ গাঁজা। এসময় গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। শুক্রবার সন্ধায় জেলার সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ট্রাকে করে গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালায় র্যাব। সন্দেহবাজন ট্রাকটি আটকের পর তল্লাশী করে, এর ভিতর থেকে উদ্ধার করা হয় ১শ ২কেজি গাঁজা। এসময় গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসাযীকে। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।
গ্রেফতারকৃতরা হল, কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুবনপুর এলাকার মাইন উদ্দিনের ছেলে ওমর ফারুক(২৬), একই উপজেলার জয়নগর এলাকার আলকাছ মিয়ার ছেলে আবদুল হাদি(৩৭) ও গাজীপুর জেলার টংগী এলাকার আবদুল মজিদের ছেলে আবদুর রহিম(২৪)।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করেছে র্যাব।