শিশুদের করোনা সংক্রমণের যত উপসর্গ

ডেস্ক রিপোর্ট।।
এতদিন করোনায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও নতুন ধরনে ছোটদের সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক বেশি বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। তা নিয়ে চিন্তিত বাবা-মায়েরাও।

চিকিৎসকদের মতে, শুরুর দিকে করোনার কিছু উপসর্গ দেখা দেয় শিশুদের মধ্যে। যেমন-

১. বড়দের মতোই ছোটদের মধ্যেও জ্বর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশুর জ্বর এসেছে মনে হলে সাবধান হওয়া জরুরি।

২. করোনা সংক্রমণ হলে পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বহু শিশুর ক্ষেত্রে। শিশু খাবার হজম করতে পারছে না মনে হলে সতর্ক হওয়া ভালো। কারণ অনেক ক্ষেত্রেই এর সঙ্গে কোভিড সংক্রমণের যোগ পাওয়া যাচ্ছে।

৩. শিশুর ত্বকে লাল ভাব, র‌্যাশ দেখলেও একটু খেয়াল রাখুন। তা বেশি বাড়তে দেওয়া যাবে না। বহু শিশুর ক্ষেত্রে সংক্রমণের প্রথম ইঙ্গিত দিচ্ছে এই র‌্যাশ।