এন এ মুরাদ, মুরাদনগর।
ধান থেকে বীজ ,বীজ থেকে চারা , চারা থেকে গাছ,তারপর রোপন, নিড়ানি, সার ,পানি, কীটনাশক
সবকিছু শেষে কৃষকের গোলায় এখন পাকা ধান তোলার পালা। কৃষক যখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন
দেখছেন ঠিক তখনি নেমে আসে হঠাৎ বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। শনিবার সন্ধ্যায়
কালবৈশাখী ঝড়ের সাথে একটানা ২০ মিনিট মুষলধারে শিলাবৃষ্টি বর্ষিত হয়। এতে
ঘরবাড়ি ,দোকান পাটের টিনের চালা, ফসলি মাঠ ও
গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কোভিড-১৯ কারণে দেশে চলছে নিরব দুর্ভিক্ষ। সরকার ও
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ বলা হচ্ছে এক খণ্ড মাটি যেন খালি না থাকে। এই মাটিতে ফলানো
ফসলই চলমান দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
ইরি বোরো এদেশের কৃষকের একটি বড় স্বপ্ন। এই ফসলটা ঘরে তোলার জন্য কৃষক যখন তীর্থের কাক হয়ে
অপেক্ষা করছিল ঠিক তখনই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তা-বে নষ্ট হয়ে যায় কৃষকের ফসলি
মাঠ। মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই ঝড় ও শিলবৃষ্টির কারণে ঢেউটিন ছিদ্র হয়ে ঘরে পানি পড়ছে। গাছপালা ভেঙ্গে বাড়ি-ঘর রাস্তার উপর পড়ে আছে। আচমকা শিলাবৃষ্টির পরে এই সব এলাকার
বিঘার পর বিঘা জমির ফসল মাটির সঙ্গে মিশে গিয়েছে। গাছ থেকে ঝরে গেছে ধান। এগুলোর
বাইরেও কোন কোন এলাকায় তিল, মুগডাল ও পাটের কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
দারোরা ইউনিয়ন থেকে শরিফুল ইসলাম জানিয়েছেন, কাজিয়াতল সাতচূড়া, বড়াই মূড়া, কদম মূড়া ও
লাটিয়ার বিলে ন্যূনতম চার হাজার কানি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার যাত্রাপুর, মোচাগড়া,
নেয়ামতপুর. কামাল্লা. বাঙ্গরা, দৌলতপুর, ১৪নং নবীপুর পূর্ব, ১৫নং নবীপুর পশ্চিম, টনকী , চাপিতলা ,
রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্নগ্রামে কৃষি ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ সরকার জানান,গতকালের
শিলাবৃষ্টির কারণে উপজেলার প্রায় ৪০টি গ্রামের টিনের চাল দোকাপাট ও ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন বলেন, আমাদের মাঠে এখন হারভেস্টার করার মত ফসল আছে ধান ও ভুট্টা।
গতকালের শিলাবৃষ্টির কারণে মুরাদনগর উপজেলায় ৫% বোরো ধানের ক্ষতি হতে পারে। শাকসবজিসহ অন্যান্য
ফসল ১-২% ক্ষতি হয়েছে। এদিকে উপসহকারী কৃষি কর্মতাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া
হয়েছে যেই জমির ৮০% ধান পাকা ধরেছে তা কেটে ফেলার জন্য।
(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)