রোগীরা প্রাণ খুলে দোয়া করেন- সেবিকা জোনিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সেবায় নিরলসভাবে কাজ করছেন ডাক্তার-নার্সরা। তাদের নানাভাবে সহায়তা করছেন আয়াসহ অন্যান্য কর্মচারীরা। কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দিনরাত নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন ডাক্তার। সবমিলিয়ে ১০৯জন নানাভাবে সেবা দিচ্ছেন আক্রান্ত ও উপসর্গের রোগীদের। তাদের থেকে তিনজন করোনা বীরদের নিয়ে এ আয়োজনের আজ শেষ পর্ব করোনায় ডরে না বীর। প্রতিবেদনগুলো তৈরি করেছেন স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান সোহেল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা জোনিয়া আক্তার। এ হাসপাতালটিকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল ঘোষণার শুরুর দিন থেকে তিনি করছেন করোনা ইউনিটে। ঝুঁকির মধ্যে মানুষের জন্য কাজ করতে পেরে ভীষণ গৌরব বোধ করছেন তিনি।
তিনি জানান, ঘরে আমার আড়াই বছরের একটি ছেলে আর প্রথম শ্রেণিতে পড়–য়া একটি ছেলে আছে। হাসপাতালটিতে করোনা ইউনিট শুরুর দিনে ডাক পড়ে। প্রথমে সামান্য ভয় ছিল। এদিকে অবুঝ শিশুদের বাসায় রেখে কাজ করা, কোয়ারেন্টিনে থাকা, লম্বা সময় দূরে থাকা-সবমিলিয়ে কষ্ট হচ্ছিল। কিন্তু কষ্ট যেমনই হোক আমাদের কাজ মানুষের সেবা করা। এ কাজ করেই আমাদের চলতে হবে। দেশের ক্রান্তিকালে মুমূর্ষু মানুষের কাছে থেকে সেবা করতে পারা গৌরবের। আমি ভীষণ আনন্দিত বোধ করি, যখন কাছের কোনো আত্মীয়স্বজনের সেবা করতে পারি। করোনায় আক্রান্ত হয়ে কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি হলে তাদের সেবা দিতে পারা অন্যরকম আনন্দের। তাছাড়া কোনো রোগীকে মানসিভাবে সাপোর্ট দিতে পারা আনন্দের ব্যাপার। তারা আমার জন্য প্রাণখুলে দোয়া করেন। এসব বাড়তি পাওনা। খারাপ লাগে যখন চোখের সামনে কেউ মারা যায়।
তিনি বলেন, এ দু:সময়ে মানুষের পাশে না দাঁড়াতে পারলে নার্সের পেশার কোনো মূল্য নেই। কিছু শঙ্কা মনের মধ্যে কাজ করে। ইতিমধ্যে দুই-একজন নার্স আক্রান্ত হয়েছেন। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দারুণ সাপোর্ট পাচ্ছি। প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ভীষণ আন্তরিক। মানুষের আন্তরিকতা কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।