লোডশেডিং এর খবরে ইলেকট্রিক্স পন্যের মূল্য বৃদ্ধি করায় জরিমানা

নাজমুল সবুজ।।
লোড‌শে‌ডিং এর খবর শু‌নে চার্জার লাইট, বাল্ব ও ফ্যানের মূল্য বৃদ্ধি করায় কুমিল্লায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়। বৃহস্পতিবার নগরীর নিউমা‌র্কেট এলাকার ই‌লেক‌ট্রিক ও তে‌লের বাজা‌রে অধিদপ্তরের বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এসময় রিচার্জেবল বা‌ল্বের গা‌য়ের মূল্য মু‌ছে বে‌শি দা‌মের স্টিকার লা‌গি‌য়ে বি‌ক্রয় করায় ভাই ভাই ই‌লেকট্রনিক্স এন্ড সা‌র্ভিস সেন্টার‌কে ১০ হাজার টাকা, অ‌যৌ‌ক্তিক মূ‌ল্যে টে‌বিল ল্যাম্প বি‌ক্রির প্রস্তাব করায় এ‌শিয়া ওয়াচ এন্ড ই‌লেক‌ট্রিক‌কে ৫ হাজার টাকা জরমিানা করা হয়। এছাড়ও অননু‌মো‌দিত বি‌দেশী গু‌ড়ো দুধ বি‌ক্রি করায় হাজী খোকন স্টোর‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, লোড‌শে‌ডিং এর খবর শু‌নে চার্জার লাইট, বাল্প ও ফ্যানের মূল্য বা‌ড়ি‌য়ে বি‌ক্রয় করা হ‌চ্ছে। এসময় বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।