সাবেক এমপি অধ্যাপক মো.ইউনূসের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি মরহুম অধ্যাপক মো. ইউনুস ও তার পত্নী মরহুমা লুৎফুন্নাহারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের একটি রেস্তোরাঁয় এ দোয়া অনুষ্ঠিত।

অধ্যাপক মো. ইউনুসের ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান, মিশিগান বাংলাদেশ আমেরিকা ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান এবং জেনারেল মোটরস এর ম্যানেজার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ড. নাজমুল হাসান শাহীন, বাংলাদেশ সরকারের উপসচিব বদরুল হাসান লিটন ও সাইফুল হাসান রিপন, অধ্যাপক কামরুল হাসান নাসিম ও স্কয়ার হসপিটালের চিকিৎসক ডা. মেহেদী হাসান অনুষ্ঠানটির আয়োজন করেন।

এসময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর ও ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম এ হাশেম, প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মিজানুর রহমান, বুড়িচং উপজেলা সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের কোটা সংস্কার রিটের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, রিটের পিটিশনার ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, বাসসের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট দিদারুল আলম ও আনিসুর রহমান মীর, বুড়িচং সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবদুল মালিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সোলায়মান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, রেডিও টুডের নিউজ এডিটর ইমামুল হক শামীম, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান রোজেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ ও মো. শাকিল আহমেদ, যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম পিয়াস, যুগ্ম মূখ্য সংগঠক নিহাদ সিদ্দিকী, বুড়িচং উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান পিয়াস।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, কুমিল্লা ৫ আসনের সর্বশেষ বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাকসুর সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মো. ইউনুস একজন অসাধারণ রাজনীতিক ছিলেন। তার মতো সাদা মনের মানুষ রাজনীতিতে এখন আর খুব একটা দেখা যায় না। সুতরাং তার জীবন ও কর্ম জাতির সামনে তুলে ধরতে হবে।

সবশেষে মরহুম অধ্যাপক মো. ইউনুস ও তার পত্নী মরহুমা লুৎফুন্নাহারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।