সীমান্ত থেকে দুই যুবককে ধরে নিয়ে গেলো ভারতীয় পুলিশ

কুমিল্লা পেপার ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর এলাকা থেকে তাদের আটক করে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মমিন আলী (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে সীমান্তে গরু আনতে গরু আনতে যায় ৪ রাখাল। এ সময় বিএসএফের সহযোগিতায় ভারতীয় পুলিশ খাইরুল ও মমিনকে আটক করে। অপর দুজন বাবু (২২) ও পিঠুর (২৯) মধ্যে একজন ভারতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অপরজন বাংলাদেশে ফিরে আসে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, দুজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তারা গরুর ব্যবসা করেন বলে জানা গেছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চারজন ব্যক্তি গরু আনার জন্য সীমান্তে যায়। এর মধ্যে দুজনকে আটক করে ভারতীয় পুলিশ। অপর একজন ভারতের অংশে অবস্থান করছে। আরেকজন বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এছাড়া কয়েকটি গরু জব্দ করে নিয়ে গেছে বিএসএফ।