১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা

১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতের হরিয়ানার এক নারী। দীর্ঘ ১৯ বছর একের পর এক গর্ভধারণের পর অবশেষে ছেলেসন্তানের জন্ম দেন ৩৭ বছর বয়সী এই নারী। এতে আলোচনায় উঠে এসেছে, দেশটির কিছু অঞ্চলে এখনও ছেলেসন্তানের প্রতি ঝোঁকের বিষয়টি।

গত ৪ জানুয়ারি হরিয়ানার জিন্দ জেলার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সঞ্জয় কুমারের স্ত্রী। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং তিনি ফতেহাবাদ জেলার নিজ গ্রামে ফিরে যান।

হাসপাতালটির চিকিৎসক জানিয়েছেন, প্রসবটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। প্রসূতিকে তিন ইউনিট রক্ত দিতে হয়েছিল। তবে মা ও নবজাতক সুস্থ আছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শিশুটির বাবা সঞ্জয় কুমার বলেন, আমরা চেয়েছিলাম এবার যেন ছেলেসন্তান হয়। আমার বড় মেয়েও তার ছোট ভাইয়ের প্রত্যাশা করেছিল।

সঞ্জয় কুমার ২০০৭ সালে বিয়ে করেন। তার দশ মেয়ের বেশিরভাগই এখন স্কুলে যায়। বড় মেয়ে সরিনা এবার দ্বাদশ শ্রেণিতে পড়ছে বলে জানান তিনি।

সীমিত উপার্জনের মধ্যেও সব সন্তানকে পড়াশোনা করানোর চেষ্টা করছেন সঞ্জয়। তিনি বলেন, ঈশ্বর আমাকে যা দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট।

১০ কন্যাসন্তানের পর পুত্রসন্তানের জন্মের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই আঙ্গুল তুলেছেন অঞ্চলটিতে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও লিঙ্গ বৈষম্যের দিকে। যদিও সঞ্জয় বিষয়টিতে এভাবে দেখতে চান না।

সঞ্জয় বলেন, আজকের দিনে মেয়েরা যেকোনো কিছুই অর্জন করতে সক্ষম। তারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার নজির স্থাপন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সঞ্জয়কে তার মেয়েদের নাম জিজ্ঞেস করা হলে তিনি ১০ মেয়ের নাম বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন, যা দর্শকদের হতবাক করে দেয়।

হরিয়ানায় লিঙ্গ বৈষম্য বহুদিন ধরেই ভারতের একটা বড় উদ্বেগের জায়গা। যদিও সাম্প্রতিক বছরে এই চিত্রের কিছুটা উন্নতি পরিলক্ষিত।