‘সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে তিননদী পরিষদ’

স্টাফ রিপোর্টার।।
তিননদী পরিষদের ২১ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানের ১৯তম দিন পালিত হয়েছে গতকাল শুক্রবার। এ দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক।
তিন নদী পরিষদের সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোমেন ,বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের প্রভাষক আবু নাঈম আল মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক বলেন, সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে তিননদী পরিষদ। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে নিজেদের প্রতিভাকে সবার সমনে তুলে ধরার সুযোগ পাচ্ছে এ সংগঠনের মাধ্যমে। নতুন প্রজন্ম এ মঞ্চ থেকে একুশের চেতনায় উজ্জীবিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও গবেষক শাহাজাদা এমরান বলেন, দেশের কোথাও ২১ দিন ব্যাপী একুশ নিয়ে চর্চা হয় বলে আমার জানা নেই। তিননদী পরিষদ একদিন একুশে পদক পাবে, আমরা এ প্রত্যাশা করি।

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত বাবুল বলেন, একুশ এখন শোকের নয়। একুশ আমাদের শক্তির নাম। যে প্রাণশক্তিতে এ দেশ স্বাধীন হয়েছে।
প্রসঙ্গত, তিননদী পরিষদ ৩৮ বছর ধরে ২১ দিন ব্যাপী এ অনুষ্ঠান করছে। মেঘনা, তিতাস, গোমতী পাড়ের মানুষদের একাশের কথা শুনিয়ে আসছে সংগঠনটি। ভাষার মাসে প্রতিদিন বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।