নাজমুল সবুজ, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক-স্নাতকোত্তরের শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষার দাবিতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ হতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্নাতক-স্নাতকত্তোরের পরীক্ষাও বন্ধ রয়েছে। শিক্ষাবর্ষের সময়কাল অনুযায়ী আমাদেে পরীক্ষা ও ফলাফল ২০১৯ সালের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু সেশনজটের অভিশাপ ও করোনা মহামারির কারণে তা এখনো হয়নি। তবে সময় তো বসে নেই, এরমধ্যে চাকরীর পরীক্ষা হচ্ছে সেখানে আমাদের শিক্ষাবর্ষের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নিতে পারলেও আমরা পারছি না। তাই আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের পরীক্ষা নিতে হবে।
এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।
একাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করে।