হাজারো নেতা-কর্মীদের ফুলে ফুলে সিক্ত নব নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ

দেবিদ্বার প্রতিনিধি: প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে দেবিদ্বার পৌরসভার ফুলগাছ তলার নির্বাচনী প্রধান কার্যালয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি ও ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দেবিদ্বার থানা পুলিশসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকে ঢাক-ঢোলসহ মিছিল নিয়ে এসেছেন তাঁর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে। জয়ের মালা পরাতে হাজার হাজার নেতা-কর্মী প্রচণ্ড ভীড় ঠেলে তাঁর গলায় মালা পরিয়েছেন। অনেকে আবার আবেক আপ্লুত হয়ে আবুল কালাম আজাদকে বুকে জড়িয়ে ধরে তাঁর সাথে কোলাকোলি করছেন, কেউ পরাচ্ছেন ফুলের মালা, কেউ কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দু পরিমাণ ক্লান্ত নয় নব নির্বাচিত এমপি আবুল কালাম আজাদের বরং তিনি সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ধন্যবাদ জানাচ্ছেন। 

ফুলেল শুভেচ্ছা শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, আজকের এই আনন্দঘন মুহুর্তটি আমার প্রতিটি নেতা-কর্মীর জন্য উৎসর্গ করলাম। তাঁরা নির্বাচনের সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার প্রতিটি নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন. আমি অনেক কঠিন চ্যালেঞ্জ নিয়ে পাশ করিছি, এ অর্জন দেবিদ্বারের মানুষের। আমি একটি সুন্দর সুখী দেবিদ্বার গঠনে সকলের সহযোগিতা চাই। দেবিদ্বারের দৃশ্যমান উন্নয়নে আমাকে যা যা করতে হয় আমি তা তা-ই করব। শুধু দেবিদ্বারের মানুষ আমার পাশে থাকলেই হবে। তিনি আরও বলেন, আমি একটি স্মার্ট দেবিদ্বার বিনির্মাণের স্বপ্ন দেখছি। আমার কোন নেতা-কর্মীকে কোন অন্যায় কাজ করতে দেওয়া হবে না। যারা বিগত দিনে মানুষের প্রতি অত্যাচার অন্যায় করেছে তাদের দিন শেষ। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রতিদ্বন্ধী প্রার্থী রাজী ফখরুলকে ১৫ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় আবুল কালাম আজাদ। তিনি মোট ভোট পেয়েছেন ৯৬ হাজার ৮০৭, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী রাজী ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। ####