কুমিল্লা জেলা প্রতিনিধি:
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি’কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণধিকার পরিষদ, ছাত্র সমাজসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিটে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কুমিল্লা মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্র-জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতা-কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেন,যারা বিপ্লব আন্দোলন করে এ দেশ থেকে ফ্যাসিষ্ট খুনি হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছে তাদের বিরুদ্ধে যারা ভূমিকা রাখছে তাদের কোন ভাবে এদেশের ছাত্র জনতা ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দল ছাড় দিবে না। অবিলম্বে বিপ্লবী ছাত্র নেতা শহীদ শরীফ ওসমান হাদীর প্রধান আসামীসহ হত্যাকারীদের গ্রেফতার করুন। যদি নতুন বাংলাদেশ নিয়ে কোন তামাশা করেন তাহলে আপনাদেরও খুনি হাসিনা’র মত বেকুল অবস্থা হবে।
সকল ষড়যন্ত্রকারীদের বাংলার জমিন থেকে প্রতিহত করে একটি আগামীর বাংলাদেশ বির্নিমানে আমাদের কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা-কর্মীরা লীগ ধর জেলে ভর,দালালী না রাজপথ, আপোষ না সংগ্রাম এসব প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে আরো বলেন-হাদীরা মরে নাই, এক হাদী শহীদ হওয়ার মধ্য দিয়ে হাজারো হাদী এ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে জম্ম নিয়েছে। আমরা থামবো না, পূর্বেও থামেনি,যেমনি আপনাদেরকে দেশের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি তেমনি দেশ পরিচালনায় ব্যর্থ হইলে কিংবা হাদী হত্যার প্রধান আসামীকে দেশে ফেরত না আনলে আপনাদেরকেও আমরা বুঝিয়ে দেব কিভাবে হাদী হত্যার আসামীকে বাংলাদেশে ফেরত আনতে হয়।
মিছিলের নেতৃত্ব দেন-বাংলাদেশ জামাতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ছাত্র শিবির সভাপতি হাছান আহমেদসহ জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, ছাত্র সমাজের নেতৃবৃন্দরা