মো. আল আনাস, হোমনা
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. শহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার জনাব রাসেল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ ও সমাজসেবা কার্যালয়ের কর্মীরা অংশ নেন। পরে উপকারভোগী দুই জনকে ভাতার কার্ড প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল এবং জনবান্ধব করে তোলা সম্ভব। সমাজের পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তারা সকলকে মমতা ও সাম্যের ভিত্তিতে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।