১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র মিনহাজ

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি 

ad

প্রায় ১১দিন যাবৎ নিখোঁজ রয়েছে কুমিল্লার আল হেরা তাহসীনুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজুল ইসলাম রাফি(১৬)। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। খোজে পেতে থানায় করেছেন জিডি। সকলের সহযোগীতায় ছেলেকে বুকে ফিরে পেতে চায় মা। জানা যায়, নিখোঁজ মিনহাজুল ইসলাম রাফি(১৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মোঃ কুদ্দুসুর রহমানের ছেলে। জিডি ও নিখোজ মিনহাজুল ইসলাম রাফির মা জানায়, ফজর নামাজের পর কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে আল হেরা তাহসীনুল কুরআন মাদ্রাসা থেকে গত ২৬ নভেম্বর ২০২৫ থেকে নিখোজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে গত ১ ডিসেম্বর কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী করেন মিনহাজুল ইসলাম রাফি এর মা রাবেয়া আক্তার। এদিকে ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা সকলের নিকট ছেলেকে খুজে পেতে সার্বিক সহযোগীতা চেয়েছেন।
মোবাইল নাম্বারঃ(০১৮২০-৬৪২৯৭৭) নিখোজ মিনহাজুল ইসলাম রাফি এর বাবা)