কুমিল্লায় শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ৯ প্রার্থী

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বৈধ ৯০ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার শেষ দিন পর্যন্ত মেটি ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানাগেছে।

আসনওয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারীদের মধ্যে আছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) সৈয়দ আবদুল কাদের (খেলাফত মজলিস), কুমিল্লা-২ (হোমনা-তিতাস) মো: আবদুস সালাম ( বাংলাদেশ ইসলামি ফ্রন্ট), কুমিল্লা-৪ (দেবিদ্বার) মোফাজ্জাল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস), কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) হাজী আমিন উর রশিদ ইয়াছিন (বিএনপির বিদ্রোহী), মিয়া মো: তৌফিক (এবি পার্টি), কুমিল্লা-৭ (চান্দিনা) মোশাররফ হোসেন (জামায়াত), কুমিল্লা-৮ (বরুড়া) যোবায়ের হোসেন (খেলাফত মজলিস), কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আবদুল হক আমিনী (খেলাফত মজলিস) ও মো: মাহবুবুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)।