ডেস্ক রিপোর্ট।।
সরকার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়নে দৃশ্যমান সফলতা অর্জন হয়েছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান স্বাধীন ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।