স্টাফ রিপোর্টার।।
” যতই আসুক আঁধার রাত্রি, আমরা আছি আলোর যাত্রী” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা নজরুল ইন্সিটিউটের মুক্তমঞ্চে আত্মপ্রকাশ ঘটে সাংস্কৃতিক সেবামূলক সংগঠন সূর্যশিখার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। তারপরেই সংগঠনের লগো উন্মোচণ ও কেক কাটা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল সন্ধ্যায় গোধুলী বেলায়-চৈতালী হাওয়ায় শিরোনামে একাটি সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন নাজমুল হাসান ও সাইফুর রহমান হীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মিথিলা মজুমদার মুমু। সঞ্চালনায় ছিলেন সুমন সালাউদ্দিন।
সাংস্কৃতি অনুষ্ঠানে সহযোগিতা করেন আব্দুল মতিন, সাকিনা বেগম, ডাঃ আইরিন, ডাঃ মাইনুদ্দিন, নাজমা হায়দার, নীলা খন্দকার, নাহিদ খন্দকার, নাজমুন নাহার, দেলোয়ার হেসেন, এড.ইমরান গাজী, আইরিন সুলতানা বিথী, দুলারী, নেলী দত্ত এবং সাইদুর রহমান সম্রাট প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয় সংগঠনটি গান, নাচ,আবৃত্তি, আর্ট এর প্রশিক্ষনের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ করতে অংগিকারবদ্ধ। এছাড়াও প্রতি বছর একটি ফ্রি আই ক্যাম্পিং থাকবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন রেহানা রহমান এছাড়াও সাংগঠনিক আহবায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন।
সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।